এবার বিদ্যুতের খুচরা দাম ২৩% বাড়ানোর আবদার

সমকাল প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩

সংসার খরচের অঙ্ক যখন কোনোভাবেই মিলছে না, তখন ফের আসছে দুঃসংবাদ। বিদ্যুৎ গ্রাহকদের নতুন বছর থেকেই টানতে হতে পারে বাড়তি খরচের বোঝা। এরই মধ্যে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ২০ থেকে ২৩ শতাংশ বাড়ানোর আবদার করেছে পাঁচ বিতরণ কোম্পানি। এই প্রস্তাবের ওপর এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজনে আগামী ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানি হওয়ার কথা রয়েছে। সেদিন শুনানি শেষ না হলে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ২০০৭ থেকে '২০ সাল পর্যন্ত খুচরা বিদ্যুতের দাম বেড়েছিল ১০৩ দশমিক ৭৭ শতাংশ। সর্বশেষ খুচরা দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে সময় বাড়ানো হয় ৫ দশমিক ৭৭ শতাংশ।


এর আগে গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিটপ্রতি ১ টাকা ৩ পয়সা বাড়ায় বিইআরসি। এর পরই খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করল বিতরণ কোম্পানিগুলো।


গতকাল সোমবার বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্য পুনর্নির্ধারণের আবেদন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us