সাম্প্রতিক কিছু দৃশ্য খুবই পীড়াদায়ক এবং অত্যন্ত উদ্বেগজনক। এর কারণ, পুলিশের সাম্প্রতিক কিছু ভূমিকা। বিশেষত, সরকারবিরোধী রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণের অবাধে চলাচলের স্বাধীনতায় নির্বিচার হস্তক্ষেপ এবং যেখানে-সেখানে তাঁদের শরীরে ও ব্যক্তিগত জিনিসপত্রে তল্লাশির মতো মানবিক মর্যাদাহানিকর পদক্ষেপ।
গণপরিবহন কিংবা ব্যক্তিগত যান, কোনো কিছুতেই ছাড় মেলেনি এবং তা শুধু ঢাকায় প্রবেশের সময়; বেরোনোর সময় নয়। রাস্তায় রাস্তায় তল্লাশিচৌকি বসিয়ে এ ধরনের গণহারে তল্লাশি আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের পরের নিরাপত্তা অভিযানের চেয়ে বেশি ছিল বলেই প্রতীয়মান হয়।