শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ত্বক সুস্থ রাখতে দরকার হয় আলাদা যত্ন। রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীনের সঙ্গে কথা বলে লিখেছেন মোনালিসা মেহরিন
শরীরের বহিরাবরণই হচ্ছে ত্বক। শারীরিক সুস্থতার জন্য সুস্থ ও সুন্দর ত্বক অনেক গুরুত্বপূর্ণ। ত্বক আমাদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। ঋতু পরিবর্তনের ধাক্কাটাও প্রথম ত্বককে মোকাবেলা করতে হয়।