You have reached your daily news limit

Please log in to continue


করদাতাদের কাছে দেশ ঋণী: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'বাংলাদেশের অর্থনীতির বর্তমান যে অর্জন, সেটা সরকারের একক অর্জন নয়। এ অর্জনে উন্নয়ন অগ্রযাত্রায় করদাতাদের ভূমিকা অনেক। তাদের ত্যাগের কারণেই আজ এখানে আমরা আসতে পেরেছি। দেশ করদাতাদের কাছে ঋণী।'

শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেরা ভ্যাট প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।

সারা দেশে আজ পালিত হচ্ছে ১২তম জাতীয় ভ্যাট দিবস-২০২২। একইসঙ্গে ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে এনবিআর। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন