এতদিন ওয়ার্ম ওয়ার্ক করেছি, সামনে শেষ যুদ্ধ: টুকু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১৬:০১

গণসমাবেশকে ‘ওয়ার্ম ওয়ার্ক’ উল্লেখ করে সামনে ‘শেষ যুদ্ধ’ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।


তিনি বলেন, ‘আমরা ১০টা মিটিং করেছি। আজকে শেষ মিটিং। এ মিটিংকে আমরা বলবো ওয়ার্ম ওয়ার্ক। তারপর শুরু হবে রাজপথের সংগ্রাম। এরপরে হবে আমাদের শেষ যুদ্ধ। সেই যুদ্ধে আমরা জয়লাভ করবো।’


শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 


ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আজকের সমাবেশ থেকে আমাদের প্রধান অতিথি সরকার পতনের ১০ দফা ঘোষণা করবেন। পরবর্তী কর্মসূচির রূপরেখা ঘোষণা হবে।’


তিনি বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমাদের ওপর সরকারের কর্মচারীরা যে হামলা করেছে, তা ১৯৭১ সালের ২৫ মার্চের পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার চেয়ে কম কিছু নয়। আমরা বলতে চাই, ক্ষমতা বেশিদিন থাকবে না। ইতিহাস পড়েন, শিক্ষা নেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us