রাজনৈতিক সংঘাত কাম্য নয়

কালের কণ্ঠ ড. সুলতান মাহমুদ রানা প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮

বাংলাদেশে জাতীয় নির্বাচনের সঙ্গে রাজনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নির্বাচন এলেই আমাদের রাজনীতির মাঠ গরম হয়। ২০২৪ সালের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এখনই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।


বিশেষ করে বিএনপির একটানা রাজনৈতিক কর্মসূচি রাজনীতিতে যে উত্তেজনা তৈরি করেছে, তা প্রকারান্তরে বিএনপির একসময়ের একটানা সহিংস আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। বিগত সময়ের বিএনপির সহিংস আন্দোলন বিএনপির মনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।


মূলত বাংলাদেশে প্রতিটি সরকারের শেষ সময়ে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন প্রশ্নে সংকট, টানাপড়েন, উত্তেজনা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। ৯০-পরবর্তী প্রায় প্রতিটি সরকারের মেয়াদ শেষে নির্বাচনকালীন সরকার প্রশ্নে দেশে সংঘাত ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কখনো সংকট থেকে সুষ্ঠু উত্তরণ ঘটেছে, আবার কখনো রাজনৈতিক ঘোলাটে পরিবেশ জাতির জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে। এমনই এক পরিস্থিতিতে বর্তমান রাজনীতিও উত্তাল হয়ে উঠেছে। আর এই উত্তাল পরিস্থিতিতে দেশের মানুষের মনে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us