বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকেই থমথমে রাজধানী ঢাকা। ব্যবসায়ীরা বলছেন বিএনপির গণসমাবেশের কারণে পুলিশ তল্লাশি করছে; এর জন্য ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাই ক্রেতা কম। এতে ব্যবসায় মন্দা তাদের।
সাধারণত শুক্রবার অনেকে বাইরে খেতে বের হয়। তবে এদিন রাজধানীর রেস্তোরাঁগুলোও ছিল প্রায় ফাঁকা।
বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের (বিআরওএ) মহাসচিব ইমরান হাসান বলেন, 'সারা ঢাকা শহর ফাঁকা। মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে কী হয় না হয়। কেউ বাসা থেকে বের হচ্ছে না। আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের ভয়াবহ অবস্থা। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপর রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা বেকায়দায় আছি।'