বেশ কিছুদিন ধরে ‘দর কষাকষির’ পর আগের দিন সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। স্বল্প সময়ে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদামাটা একটি মঞ্চ। এমনকি মঞ্চের উপরে ছাদও দেওয়া হয়নি। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন।
এসব বেলুনের গায়ে নেতাদের ছবিসহ সংগঠনে নামের পোস্টার লাগানো হয়েছে। এছাড়া মাঠের চারপাশসহ সমাবেশ স্থল ও আশপাশের এলাকাতে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশ স্থলে গিয়ে এই অবস্থা দেখা যায়। প্রতিবেদন লেখা (সকাল সাড়ে ৮টা) পর্যন্ত ঢাকা মহানগরীয়ও নেতাসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মঞ্চে অবস্থান নিয়েছেন। মাঠে চার পাশে নেতাকর্মীদের অবস্থান নিতেও দেখা গেছে।