ভারতজুড়ে ভুয়া আধার কার্ডের রমরমা পরিস্থিতি বন্ধ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশটির আট রাজ্যে এ নিয়ে বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ওই আট রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এ ছাড়াও কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মহারাষ্ট্রেও এ নিয়ে সমীক্ষা চালানোর সম্ভাবনা রয়েছে।
ওই আট রাজ্যের মধ্যে কয়েকটি জেলা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ওই জেলাগুলোতে সমীক্ষা চালানোর ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে চিহ্নিত করা হয়েছে।