You have reached your daily news limit

Please log in to continue


‘চামড়াশিল্পকে শক্তিশালী করার এখনই সময়’

চামড়াশিল্পে বিশ্বের আধুনিক সব প্রযুক্তি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। গত বুধবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে এ সেক্টরের নতুন-পুরনো সব রপ্তানিকারক এক ছাদের নিচে সব তথ্য পাবেন। এই ট্রেড শোতে ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানান, চামড়াশিল্পকে যদি আরো শক্তিশালী করতে হয়, তাহলে সাপ্লাই চেইন মজবুত করতে হবে।

লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘চায়না ও ভিয়েতনামে করোনার কারণে মার্কেট বন্ধ। তাই বিশ্বের নামিদামি বায়ারদের নজর এখন বাংলাদেশের দিকে, যা আমাদের এই লেদার সেক্টরকে আরো সম্ভাবনাময় করে তুলবে। এখনই বাংলাদেশের সময় চামড়াশিল্পকে আরো উন্নতমানের করা। পাশাপাশি উৎপাদন বাড়ানোর। আমরা সস্তা প্রডাকশন চাই না, ভালো মানের প্রডাক্ট চাই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন