ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের স্থান। কিন্তু করোনা মহামারির সময় নানা বিধিনিষেধের কারণে বালি দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। এখন করোনা নিয়ন্ত্রণে আসায় আবার আন্তর্জাতিক ভ্রমণকারীরা সেখানে যাওয়া শুরু করেছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ইন্দোনেশিয়ার বিপর্যস্ত পর্যটনশিল্প এখন পুনরুদ্ধারের পথে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমন সময়ে এসে গত মঙ্গলবার বিয়ে না করে যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট একটি ফৌজদারি আইন পাস করেছে। এ আইন শুধু ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য প্রযোজ্য নয়, দেশটিতে ভ্রমণ করতে যাওয়া অবিবাহিত বিদেশি পর্যটকেরাও এর আওতায় পড়বেন। দেশের অর্থনীতি, বিশেষ করে পর্যটন খাতে নতুন এ আইনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন অনেকেই।