বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১০ ডিসেম্বর 'ঢাকা বিভাগীয় সমাবেশ' নিয়ে বাংলাদেশের রাজনীতির দুই যুযুধান পক্ষের চাপানউতোর শেষমেশ প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিল। চাপানউতোরটা শুরু হয়েছিল মূলত সমাবেশের স্থান নিয়ে। বিএনপি চায় নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ বানিয়ে সমাবেশ করতে। কিন্তু সরকার চায় সমাবেশটা হোক সোহরাওয়ার্দী উদ্যানে। সম্ভবত আগের বিভাগীয় সমাবেশগুলোর রীতি ধরে, সমাবেশের জন্য নির্ধারিত দিন একটু দূরে থাকেলও বুধবার সকাল থেকে বিএনপি নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে।
পুলিশও আগের ঘোষণা অনুসারে তাদের বাধা দেয়। ফলে দু'পক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ। যার ফলে প্রাণ হারান মকবুল নামে একজন। নিশ্চিতভাবে বলা না গেলেও ধারণা করা হচ্ছে, বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে নিক্ষিপ্ত পুলিশের গুলিতেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বোঝা যায়, সরকার বিএনপিকে নয়াপল্টনে জড়ো হতে দিতে কোনোভাবেই রাজি নয়।