মার্কিন-সৌদি টানাপড়েনের সময়েই চীনের শি সৌদি আরব সফরে যাচ্ছেন

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:০৪

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই চীনা প্রেসিডেন্টের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই সিনিয়র আরব কর্মকর্তা। খবর সিএনএন'র।


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট শির সফরকালে রিয়াদে চীন-আরব শীর্ষ সম্মেলন এবং একটি চীন-জিসিসি (গলফ কোঅপরেশন কান্ট্রিস) সম্মেলন অনুষ্ঠিত হবে। আরব কূটনৈতিক সূত্র জানিয়েছে, আশা করা হচ্ছে, অন্তত ১৪ আরব রাষ্ট্রপ্রধান চীন-আরব সম্মেলনে যোগ দেবেন। 


আরব দেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ 'মাইলফলক' হিসেবে উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরব কর্মকর্তারা।


এদিকে, অপরিশোধিত তেলের উৎপাদন নিয়ে গত কয়েকমাস ধরেই চলছে সৌদি-মার্কিন টানাপড়েন। এরমধ্যে চীনের প্রেসিডেন্টের সৌদি সফর চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলতে পারে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us