মেটাভার্সে যোগদানের অংশ হিসেবে অনেক প্রযুক্তি জায়ান্ট অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করছে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও তাদের হেডসেট বাজারজাতে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রথম হেডসেট সম্ভবত আরো বিলম্বের মুখে পড়তে যাচ্ছে। খবর নাইনটুফাইভম্যাক।
টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং চি কুয়োর সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত হেডসেটের শিপমেন্ট পিছিয়েছে অ্যাপল। এর আগে তিনি ধারণা করেছিলেন প্রতিষ্ঠানটি হয়তো দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাজারজাত পিছিয়েছে।
ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগের রিয়েলিটিওএস নাম পাল্টে হেডসেটগুলো এক্সআরওএস নামের অপারেটিং সিস্টেমে চলবে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় অভ্যন্তরীণভাবে এ পরিবর্তন করেছে কোম্পানিটি। কুয়োর তথ্য অনুযায়ী, এক্সআরওএস অপারেটিং সিস্টেমে আনা বিভিন্ন পরিবর্তন ও বাগের কারণে শিপমেন্ট ২০২৩ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত পেছাতে বাধ্য হয়েছে অ্যাপল।