ইরানি মেয়েদের টুপিতে আরেকটি পালক

প্রথম আলো হাসান ফেরদৌস প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৪২

এ বছর মে মাসে আফসানে হোশামইফ্রিদ এভারেস্টের পর্বতশৃঙ্গে পা দিয়ে ঘোষণা করেছিলেন, আমি মুক্ত, এখন আমি উড়ে যেতে পারি। তিনি ছিলেন প্রথম ইরানি নারী, যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণ করেন। তাঁর সে বিজয়ের এক সপ্তাহের মাথায় সেই একই শৃঙ্গে পা রাখেন এলহাম রামেজানি, তিনি দ্বিতীয় ইরানি নারী, যঁার পক্ষে এভারেস্ট বিজয় সম্ভব হয়। 


কীভাবে সম্ভব হলো এই বিজয়? আফসানে ও এলহাম উভয়েই বলেন, ‘এটি ছিল আমাদের স্বপ্নের বাস্তবায়ন। স্বপ্ন দেখে বসে থাকিনি, আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছি। তারপরই বিজয় এসেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us