বিএনপিকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না: আ জ ম নাছির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩৮

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রামে পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে ২০ লাখেরও বেশি মানুষের উপস্থিতি হয়েছে। এটি একটি সফল জনসমাবেশ। সমাবেশে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, বিএনপি আগে পলোগ্রাউন্ডে সমাবেশ করেছে বলে পাল্টা হিসেবে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগও সমাবেশ করেছে তা কিন্তু নয়। রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বী হলেও বিএনপিকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। বিএনপি যেখানে জনসভার মঞ্চ করেছিল, আমরা তারও অনেক দূরে মঞ্চ বানিয়েছি। আমাদের জনসভায় বিএনপির চেয়ে কয়েকগুণ বেশি জনসমাগম হয়েছে।


সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভা পরবর্তী এ সংবাদ সম্মেলন আয়োজন করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জনসভা কাভার করতে গিয়ে সাংবাদিকদের পাস, প্রেসবক্সে চট্টগ্রামের সাংবাদিকদের উপেক্ষিত করাসহ পুরো মহাসমাবেশের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ করেন সাংবাদিকরা।


ক্ষোভ প্রকাশ করে বক্তব্য বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ সিনিয়র সাংবাদিকরা। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us