রপ্তানি বাজারে সাফল্য পাচ্ছেন নারী উদ্যোক্তারা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১০:২৯

চাকরির বেতনে খুশি ছিলেন না। সিদ্ধান্ত নেন ব্যবসা করবেন। স্বামীর সহায়তায় পাটজাত পণ্য তৈরি, বাজারজাত ও বিক্রয় সম্পর্কে নেন প্রশিক্ষণ। এরপর পাটের তৈরি নানা ধরনের ব্যাগ তৈরি শুরু করেন।


সদস্য হন অনলাইন মার্কেট প্লেস আলিবাবা ডটকমের। প্রথম অর্ডার পান আয়ারল্যান্ড থেকে। লাভ তেমন না হলেও অভিজ্ঞতা হয়—কিভাবে পণ্য রপ্তানি করতে হয়। মাত্র ৫০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু, এখন বছরে এক কোটি টাকার বেশি অর্ডার পাচ্ছেন তিনি। বলছি, তুলিকা ইকো লিমিটেডের স্বত্বাধিকারী ইশরাত জাহান চৌধুরীর কথা।


রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে আয়োজন করা হয় দশম জাতীয় এসএমই মেলা। শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত ১০ দিনব্যাপী ওই মেলা শেষ হয় গতকাল।


মেলায় স্টল নেওয়া ইশরাত জাহান চৌধুরী তাঁর ব্যবসার শুরুটা করেন ২০১৭ সালে। এক বছর পর ২০১৮ সালে দেশের বাইরে রপ্তানি শুরু করেন। ইউরোপের ছয়টি দেশে তিনি তাঁর উৎপাদিত পণ্য রপ্তানি করছেন। রাজধানীর মধ্য বাড্ডায় রয়েছে নিজস্ব ফ্যাক্টরি। মাইক্রো উদ্যোক্তা হিসেবে নারী ক্যাটাগরিতে পেয়েছেন বর্ষসেরা জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us