১৩ জুলাই ১৯৮৫। দুপুর ১২টা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা উদ্বোধন করলেন লাইভ এইড কনসার্ট। মাঠে ৮০ হাজারের বেশি দর্শক, স্যাটেলাইটের কল্যাণে অগণিত দর্শক দেশ-বিদেশে। একসময় মঞ্চে আসে ব্রিটিশ রক ব্যান্ড ‘কুইন’। ভোকাল ফ্রেডি মার্কারি কিছুক্ষণ পিয়ানো বাজালেন। তারপর জিনস আর স্যান্ডো গেঞ্জিতে কিছুক্ষণ মঞ্চ দাপিয়ে বেড়ালেন এ গায়ক।
একে একে গাইলেন ‘উই উইল রক ইউ’, ‘বোহিমিয়ান র্যাপসোডি, ‘রেডিও গাগা’…। এত বছর পরে ইউটিউবে সে কনসার্ট দেখে বিস্ময় জাগে, আঙুলের ইশারায় পুরো স্টেডিয়াম ভর্তি দর্শককে নিয়ন্ত্রণ করার কী অসাধারণ ক্ষমতা। সেদিন দর্শকদের যেন জাদু করেছিলেন ফ্রেডি। হাত তুললে সব দর্শক হাত তুলছেন, তাঁর গানের তালে তালে সমাগত সব দর্শক গাইলেন, তাঁর ছন্দে নাচলেন। সে এক অভাবনীয় দৃশ্য!