জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তাই বিএনপি এখন যে কোনো নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে : অপু উকিল
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১২:১৬
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিশ্ববাসী দেখেছে, গণরায়ে বিএনপির ভরাডুবি হয়েছে। তাই বিএনপি এখন উপজেলা নির্বাচন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে।এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কারণে বিএনপির ষড়যন্ত্র কাজ করেনি। যার ফলে জনগণের রায়ে বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ বিজয় অর্জন করে আবারো সরকার গঠন করেছে। জাতীয় নির্বাচনে বিএনপি নীলনকশা করে ক্ষমতা দখল করতে চেয়েছিলো। কিন্তু জনগণ সে নীলনকশা রুখে দিয়েছে। বিএনপি এখন উপলব্ধি করতে পেরেছে, পেছনের দরজা দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে যেতে হবে। কিন্তু জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে। সেকারণেই তারা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে।তিনি বলেন, জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। যার ফলে ধানের শীষ স্বাধীনতাবিরোধী প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। স্বাধীনতার বিরোধী প্রতীকে মানুষ আর ভোট দিতে চায় না সেটা বিএনপি জেনে গেছে। এখন জনগণের কাছে ভোট চাইতে বিএনপি ভয় পাচ্ছে। মানুষের কাছে যাওয়ার বিএনপির আর কোনো মুখ নেই।