Late Pregnancy Risks: ৩৫ পেরিয়ে গেলে অনেক ধরনের শারীরিক অসুবিধার কথা উঠে আসে। সন্তানধারণ থেকে জন্ম দেওয়া, সব পদক্ষেপেই থাকে উদ্বেগের ছোঁয়া। কিন্তু এই কথাও সত্যি যে বেশি বয়েসে (Late Pregnancy) মা হলে বাচ্চাকে পালন করা যায় ভালোভাবে। সমীক্ষার রিপোর্টেও সেই কথা বলা হয়েছে। ডেনমার্কের আর্হাস বিশ্ববিদ্যালয়ের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৫-এর পরে যাঁরা মা হচ্ছেন, তাঁরা অনেক ভালোভাবে বড় করতে পারেন সন্তানদের। সুস্থ ভাবে বড় হয়ে ওঠার ক্ষেত্রে যা খুবই জরুরি যে কোনও সন্তানের জন্য।
বেশি বয়সে মা হয়েছেন (Late Pregnancy) বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। বেশি বয়েসে মা হয়েছেন নেহা ধুপিয়া, মাধুরী দিক্ষিত, শিল্পা শেট্টি। সম্প্রতি বিপাশা বসু ও সোনম কাপুর বেশি বয়েসে মা হয়েছেন।