১৯৯৩ সাল। সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা দিয়ে রাজসিক অভিষেক হয়েছিল চিত্রনায়িকা মৌসুমীর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বাংলাদেশের সিনেমার আধুনিক যুগের সূচনায় যেসব তারকার আবির্ভাব এবং অবদান আছে, মৌসুমী তাদের মধ্যে অন্যতম।
অভিষেকের পর আরও কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার কারণে তার যেমন জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তেমনই চলচ্চিত্রাঙ্গণের প্রতিও তরুণ প্রজন্ম আকৃষ্ট হতে থাকে। আধুনিক, সুশ্রী এবং নজরকাড়া পারফরম্যান্সের কারণে অনেকের কাছেই 'আইডল' হয়ে উঠেন তিনি।
শুরু থেকেই জনপ্রিয়তা নিয়ে অভিনয় ক্যারিয়ার পরিচালিত করার এক দুর্লভ কৃতিত্বের অধিকারী তারকা তিনি। শুধু অভিনয়েই নয়, বিজ্ঞাপনের মডেলিং করেও আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছেন মৌসুমী। এভাবেই সফলভাবে তিন দশক ধরে অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের বিনোদিত করে যাচ্ছেন তিনি। তার সমসাময়িক অনেকেই সিনেমা থেকে বিদায় নিলেও তিনি এখনও প্রধান চরিত্রেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বিশেষ করে দেশে করোনাকাল শুরু হওয়ার পর যেখানে বেশীরভাগ অভিনয়শিল্পী কর্মহীন হয়ে পড়েছিলেন, সেখানে মৌসুমী ব্যতিক্রম।