সুপারশপে দেখা, বাগদান ও বিয়েও সেখানেই

প্রথম আলো প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:৩৩

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে কতই–না চেষ্টা থাকে বর-কনেদের। অনুষ্ঠানের জন্য বেছে নেন জমকালো সব স্থান। তবে যুক্তরাষ্ট্রের এক দম্পতি যেন ব্যতিক্রম। তাঁরা বিয়ে করেছেন একটি সুপারশপে। কারণ, সেখানেই তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। পরে দুজনের বাগদানও হয় সেখানে।


যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের ওই সুপারশপে ১৯ নভেম্বর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর-কনের বয়সটাও কম নয়। বর ডেনিস ডেলগাডো ৭৮ বছর বয়সী আর কনে ব্রেন্ডা উইলিয়ামসের বয়স ৭২ বছর। দুজনই তাঁদের আগের সঙ্গীদের হারিয়েছেন।


ডেনিস-ব্রেন্ডার প্রথম সাক্ষাৎ হয়েছিল ওই সুপারশপেই, গত বছরের ৩ আগস্ট। সেদিন একটি তাক থেকে মেয়নেজ কিনছিলেন ডেনিস। একই তাক থেকে একধরনের সস কিনছিলেন ব্রেন্ডা।


এই সময় দুজনের মধ্যে কথোপকথন হয়। মাত্র ৩০ মিনিট পরই হয় মুঠোফোন নম্বর দেওয়া-নেওয়া। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।


এরপর চলতি বছরের এপ্রিলে বাগদান হয় ডেনিস ও ব্রেন্ডার। ব্রেন্ডা চাইছিলেন, তাঁদের বাগদানও যেন ওই সুপারশপে হয়। তিনি বলেন, ‘ডেনিস আমাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল আর আমিও বললাম, আমাদের প্রথম সাক্ষাৎ হওয়ার স্থানেই কাজটি সারতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us