পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তাঁর পরিবারের বিপুল সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নাকচ করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ সম্পর্কিত সংবাদ ‘সম্পূর্ণ অসত্য এবং নির্লজ্জ মিথ্যাচারের’ ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেছে বাহিনীর গণমাধ্যম শাখা। খবর জিও নিউজের
গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তাঁর পরিবারের সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব বিভ্রান্তিকর পরিসংখ্যান অতিরঞ্জিত এবং কল্পনাপ্রসূত।’
বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ গোষ্ঠী খুবই ‘চতুরতা ও অসততার সঙ্গে’ জেনারেল বাজওয়ার বেয়াই ও তাঁর পরিবারের সম্পদকে সেনাপ্রধান ও তাঁর পরিবারের সম্পদ হিসেবে দেখিয়েছে।