You have reached your daily news limit

Please log in to continue


বারান্দায় শীতের ফুল

শীতে খানিকটা উষ্ণতা খুঁজতে পারেন রঙিন ফুলের মাঝে। শীতের ভোরে বারান্দায় উঁকি দেবে শিশিরভেজা গাঁদা, কসমস, ডালিয়ারা।

গাঁদা দিয়ে শুরু করুন

শীতে এই ফুলের প্রাচুর্য সবচেয়ে বেশি চোখে পড়ে। ইনকা গাঁদা, চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্তলাল গাঁদা, হলুদ গাঁদা, হলুদ-লাল মেশানো বড় গাঁদা, রাজ গাঁদা ফুলের চারা পাওয়া যাবে আশপাশের নার্সারিতেই।

তাই গাঁদা দিয়েই শীতের বাগান শুরু করতে পারেন। এতে কম সময়ে বেশি ফুলে ভরে উঠবে আপনার বারান্দা বাগান।

আরো যত ফুল

চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেরা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস এমনকি গোলাপকেও শীতের ফুলের সঙ্গী করতে পারেন।

গ্রিলের জন্য

বারান্দা সাধারণত ছোটই হয়। তাই একটু বেশি ফুলের সান্নিধ্য পেতে চাইলে গ্রিলে বা ওয়ালে কিছু গাছ ঝুলিয়ে দিতে পারেন। পিটুনিয়া, ন্যাস্টারশিয়াস, অ্যাস্টার, ভারবেনা ফুল ঝোলানোর জন্য সবচেয়ে সুবিধাজনক। বারান্দার গ্রিলে এ সময় কিছু গাছ লতিয়ে দিতে পারেন। এ জন্য নীলমণি লতা, মর্নিং গ্লোরি, রেল লতা, সুইট পি বেছে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন