ঋণ খেলাপির মামলায় আরও ২৫ কৃষকের জামিন

সমকাল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ২০:৫৮

পাবনার ঈশ্বরদীতে মাত্র ২৫ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় আরও ২৫ কৃষকের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে সকালে জেলে যাওয়া ১২ কৃষকের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।  এ নিয়ে ওই মামলার ৩৭ আসামিই জামিন পেলেন।


রোববার পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুজ্জামান এসব জামিন আদেশ দেন।


জামিন পাওয়া কৃষকরা হলেন, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক, মনি মণ্ডলের ছেলে মাহাতাব মণ্ডল, মৃত সোবহান মণ্ডলের ছেলে আবদুল গণি মণ্ডল, কামাল প্রামাণিকের ছেলে শামীম হোসেন, মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামাণিক, মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স, রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম, লালু খাঁর ছেলে রজব আলী, মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী, হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া, মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু ও মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান ছাড়াও গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত আরো ২৫জন কৃষক। এই ২৫ জনকেও একই আদালত থেকে জামিন দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us