এ মাসের শুরুতে ভারতের ব্যবসায়ীদের ৬০ লাখ টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (আইএসএমএ) জানায়, ২০২২-২৩ বাজারজাতকরণ বছরে আরো ২০ থেকে ৪০ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দিতে পারে ভারত সরকার। এতে দেশটির চিনি রপ্তানি দাঁড়াবে ৮০ লাখ থেকে এক কোটি টন। বিশ্বে চিনির সবচেয়ে বড় উৎপাদক ও দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ ভারত।
২০২১-২২ অর্থবছরে (অক্টোবর-সেপ্টেম্বর মৌসুম) দেশটি এক কোটি ১০ লাখ টন চিনি রপ্তানি করে। বছরের শুরুতে দেশটির সরকার ৬০ লাখ টন চিনি রপ্তানির অনুমোদন দেয়। কিন্তু বিশ্বজুড়ে চাহিদার পাশাপাশি দাম ভালো পাওয়ায় আরো রপ্তানির অনুমোদন দেবে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা।
আইএসএমএর প্রেসিডেন্ট আদিত্য জুনজুনওয়ালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নিশ্চিতভাবেই দ্বিতীয় দফায় আরো চিনি রপ্তানির অনুমোদন দেওয়া হবে। উৎপাদন বিবেচনায় এর পরিমাণ হতে পারে ২০ থেকে ৪০ লাখ টন। ’ এমইআইআর কমোডিটিজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান রাহিল শেখ জানিয়েছেন, ভারত এ বছরের ডিসেম্বরের মধ্যে চিনি রপ্তানির জন্য বেশ কয়েকটি চুক্তি সই করতে পারে।