আফগানিস্তানে ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান দেশটির মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যেতে দিচ্ছে না। নারীদের পার্ক ও জিমনেসিয়ামে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। নারী ও মেয়েশিক্ষার্থীদের ওপর তালেবানের এ আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল। গতকাল শুক্রবার এ মন্তব্য করেছেন জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল।
আফগানিস্তানে নারী ও মেয়েদের নিয়ে এই মূল্যায়ন দিয়েছেন আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট এবং আরও নয়জন বিশেষজ্ঞ। তাঁরা বলেছেন, নারী ও মেয়েদের প্রতি আচরণ রোম সংবিধি অনুযায়ী বিশেষ লিঙ্গের মানুষকে নিগ্রহের শামিল। আফগানিস্তানও ওই সংবিধিতে স্বাক্ষরকারী একটি দেশ।