টুইটারের কপিরাইট নীতিমালার চোখ এড়িয়ে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: টোকিও ড্রিফট’ সিনেমার পুরো অংশই খুদে ব্লগ লেখার সাইটটিতে পোস্ট করেছেন এক ব্যবহারকারী। তবে একসঙ্গে নয়, এ জন্য তিনি ৫০টি টুইটে (টুইটারে দেওয়া বার্তা) সিনেমার ভিডিওগুলো ভাগ করে পোস্ট করেন। ঠিক একইভাবে ‘অ্যাভাটার’, ‘হ্যাকারস’, ‘নিড ফর স্পিড’ সিনেমার ভিডিও–ও পোস্ট করেছেন একাধিক ব্যবহারকারী।
একাধিক সিনেমা পোস্ট করা হলেও নিজেদের কপিরাইট নীতিমালা অনুযায়ী ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে ব্যর্থ হয়েছে টুইটার। বিষয়টি জানতে পেরে প্রায় এক দিন পর সিনেমার ভিডিওগুলো মুছে ফেলেছে তারা। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: টোকিও ড্রিফট’–এর ভিডিও পোস্ট করা অ্যাকাউন্টটি স্থগিত করলেও অন্য সিনেমার ভিডিও প্রকাশ করা অ্যাকাউন্টগুলো এখনো কার্যকর রয়েছে টুইটারে।