ব্যর্থ জলবায়ু সম্মেলনের বিকল্প কী

সমকাল বিল ম্যাকগায়ার প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৬:৩৭

মিসরের শার্ম আল-শেখের জলবায়ু সম্মেলন তথা কপ২৭ বৈঠক শেষ হয়েছে কিছুটা সুখবরের মাধ্যমে। 'লস অ্যান্ড ড্যামেজ' চুক্তির মাধ্যমে উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলো জলবায়ুর অভিঘাতে বিপর্যস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্মত হয়েছে।


কিন্তু এই নিঃসরণ কমানোর জন্য তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি। অথচ সেটিই জরুরি। এ ছাড়া তাদের ক্ষতিপূরণের সম্মতির কোনো মানে নেই। কপ২৭ সম্মেলন জলবায়ুর দিক থেকে একটি সফল আয়োজন হতে পারত। তা না হয়ে এটি প্রতি বছরের সার্কাসের মতো হয়েছে। এটি অবিশ্বাস্য, ২৭টি জলবায়ু সম্মেলনের কোনোটিতেই বিশ্বের জীবাশ্ম জ্বালানি কমানোর ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনের কপ১ থেকে শুরু করে এ বছরের মিসরের সম্মেলনও শেষ হলো। কিন্তু কার্বন নিঃসরণ চলছেই। মাঝে করোনা মহামারির কারণে কিছুটা কমলেও নিঃসরণ থেমে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us