ইউক্রেনের খেরসন এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে যারা অন্যত্র চলে যেতে চান, তাদের সরিয়ে নেওয়া হবে। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন।
ইরিনা ভেরেশচুককে উদ্ধৃত করে আলজাজিরা জানিয়েছে, দখলদার রুশ বাহিনী হামলা চালিয়ে খেরসনের বেসামরিক নাগরিকদের যে ক্ষয়ক্ষতি করেছে, তা বিবেচনা করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় খেরসনের একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রুশ বাহিনী প্রত্যাহারের পর প্রথমবার খেরসনে জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। অবশ্য এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরিনা ভেরেশচুক সংবাদ সম্মেলনে বলেছেন, অনেক লোক খেরসন এবং মাইকোলাইভের আশেপাশের এলাকা থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া সম্ভব।