জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব টিকটকের সঙ্গে টেক্কা দিতে নিয়ে আসে ইউটিউব শর্টস। বর্তমানে বিশ্বের অন্যতম শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই মুহূর্তে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে টিকটকের। এই জনপ্রিয়তার ভিড়েই হারিয়ে যেতে বসেছিল ইউটিউবের গ্রাহক।
তবে কিছুটা গ্রাহক ফিরে পেয়েছে ইউটিউব শর্টস ভিডিও চালু করার পর। তবে এবার শর্টসের থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিতে চলেছে ইউটিউব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এখন শর্টস নির্মাতাদেরও উপার্জন করার সুযোগ দিতে চলেছে।
বর্তমানে ছোট ছোট ভিডিওর জনপ্রিয়তা এবং সেই সঙ্গে ভিউয়ারশিপ বেড়েই চলেছে। যা থেকে হাজার হাজার ডলার আয় করছে কন্টেন্ট ক্রিয়েটররা। টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আছে শর্ট ভিডিও তৈরির সুযোগ। সেখান থেকে আয় বেসি ঘয়ার কারণে সেদিকেই ঝুঁকছে ব্যবহারকারীরা। এজন্য ইউটিউব শর্টসেও নতুন ফিচার এলো। যার মাধ্যমে এবার শর্টস থেকেও মাসে লাখ টাকা ইনকাম করা যাবে সহজেই।