বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সিলেটে চলছে বিএনপির গণসমাবেশ। এই সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সারা দেশ থেকে কাঁথা-বালিশ-বিছানা নিয়ে আসছে, সেখানে পাতিলে পাতিলে খাবার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথাও বিএনপির গণসমাবেশ হলে, তারা ৭ দিন আগে থেকে যাত্রা শুরু করে। কাঁথা-বালিশ-বিছানা নিয়ে তাদের নেতা-কর্মীরা সারা দেশ থেকে চলে যায়। সমাবেশে চলে পাতিলে পাতিলে খাবার। গরুর মাংস, খাসির মাংস, মাছের টুকরা-এ আর কত বলব? তারপরে আছে কলা। এই হলো খাবারের মেনু। ক্ষমতায় না থাকলেও ভালোই আছে বিএনপি। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।’
আজ শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। প্রস্তুত তরুণ প্রজন্মের ঢাকা গ্রিন প্রজেক্ট মেট্রোরেল। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের জন্য প্রস্তুত। ১০০ সেতু একদিনে উদ্বোধন করেছেন শেখ হাসিনা। সারা বিশ্ব বিস্মিত হয়েছে, সারা দেশ অবাক হয়েছে। ফখরুল এসব দেখে না। দিনের আলোতে সে অমাবস্যার অন্ধকার দেখে।’বিএনপি শুধু বলে, তাদের সমাবেশে মানুষের ঢল। আমরা বলি, ‘আরে গাজীপুরে এসে দেখে যাও। গাজীপুরে আসেন ফখরুল ভাই, জনতার
ঢল দেখে যান। আজকে গাজীপুরে শুধু মহানগরের মানুষের ঢল আর সিলেটে পাঁচটি জেলার মানুষের সম্মেলন। সেখানে সুরমা নদীর ঢল নেই। গাজীপুরে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। মুক্তিযুদ্ধের সূচনা যেখান থেকে শুরু হয়েছিল সেই গাজীপুরে এসে মানুষের ঢল দেখে যান।’