সম্মানিত খেলুড়েদের প্রতি বিনীত আরজ

কালের কণ্ঠ মোফাজ্জল করিম প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৮:১৫

গত কিছুদিন ধরে ‘খেলা হবে’ ‘খেলা হবে’ ধ্বনিটি রাজনৈতিক অঙ্গনে স্লোগানের মতো পুনঃপুনঃ উচ্চারিত হতে দেখে রীতিমতো ধন্দ লাগে, বাঙালি কি অবশেষে ক্রীড়াপ্রিয় জাতি হয়ে গেল। বাঙালি সচরাচর কৌতুকপ্রিয়, অতিথিপরায়ণ, নম্র, ভদ্র, সংস্কৃতিমান ইত্যাদি অভিধায় অভিহিত হয়ে থাকে। কিন্তু তার ক্রীড়াপ্রীতির কথা বড় একটা শোনা যায় না। অবশ্য সম্প্রতি বাঙালি ললনারা ফুটবল খেলায় দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব লাভ করে প্রমাণ করেছে তাদের মা-নানী-দাদীরা চিরকাল কেবল হেঁশেলের পাশে বসে বসে নিজেদের জীবন-যৌবন দগ্ধীভূত হতে দেখলেও এই একবিংশ শতাব্দীর বাঙালি নারীরা সুযোগ-সুবিধা পেলে বিশ্ব জয় করতে পারে।


তারা আর বেগম রোকেয়ার আমলের অসূর্যম্পশ্যা অবরোধবাসিনী নয়, তারা একাত্তরের এক সাগর রক্ততরঙ্গে ভেসে আসা রক্তগোলাপ। যাক, সেই অমিত সম্ভাবনা নিয়ে আজ নয়, আরেক দিন আলাপ করা যাবে। আজকে প্রসঙ্গটি টেনে আনার কারণ আমাদের বর্তমান প্রজন্মের মেয়েদের ফুটবল-সাফল্য এবং কখনো কখনো হঠাৎ আলোর ঝলকানির মতো ছেলেদের ক্রিকেটীয় অর্জন দেখে কিনা জানি না, আমাদের কোনো কোনো শ্রদ্ধেয় রাজনীতিবিদ তাঁদের জ্ঞানগর্ভ বক্তৃতায় আজকাল রাজনৈতিক তৎপরতাকে ‘খেলা’ ভাবতে শুরু করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us