টুইটারের মালিকানা আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের হাতে যাওয়ার পর একের পর এক কাণ্ড ঘটেই যাচ্ছে। সর্বশেষ সংযোজন: কর্মীদের বার্তা দিয়ে জানানো হয়েছে, কোম্পানির কার্যালয় সাময়িকভাবে বন্ধ থাকবে। আর এ নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিবিসির খবরে জানানো হয়েছে, বার্তার তথ্যানুসারে, টুইটারের কার্যালয় ২১ নভেম্বর পুনরায় খুলবে। তবে ঠিক কী কারণে এ পদক্ষেপ, তা বলা হয়নি।
বার্তায় বলা হয়েছে, ‘দয়া করে কোম্পানির নীতিমালা মেনে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সামাজিক মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোনোখানে আলোচনা করবেন না।’