সংঘাত নয়, বিএনপিকে চাপে রাখার কৌশলে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৯:১৬

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পূর্ণশক্তি নিয়ে ডিসেম্বরে রাজপথ দখলের হুমকি দিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এর বিপরীতে পাল্টা শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজপথ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও। ফলে বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে জনমনে আতঙ্ক ছড়ালেও ‘আপাতত সংঘাত নয়, বিএনপিকে চাপে রাখা’র কৌশল নিয়ে এগোচ্ছে সরকারি দল।


আওয়ামী লীগের নীতিনির্ধারণী বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বিরোধী দলগুলো যে মাঠে নেমেছে এবং আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, সেদিকে কড়া নজর রেখে বিরোধীদের মোকাবিলায় সর্বোচ্চ কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি যাতে রাজনৈতিক ফল ঘরে তুলতে না পারে, সেটি মাথায় রেখে ফল নিজেদের ঘরে তুলতে চাইছে ক্ষমতাসীন দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us