মালানের ক্যারিয়ারসেরা ব্যাটিং

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৩:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর বিশ্রাম নেই ইংলিশ ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজই মাঠে নেমে গেছে তারা। অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ডেভিড মালানের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসের কল্যাণে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে ইংল্যান্ড।


অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র ৬৬ রানেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ফিলিপ সল্ট ৬, জেসন রয় ১৪, জেমস ভিন্স ৫ ও স্যাম বিলিংস ১৭ রানে সাজঘরে ফিরেন। এরপর ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার ও মালান। বাটলার সাজঘরে ফিরেন ২৯ রান করে। তবে অটল থাকেন মালান। একপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকলেও মালান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। ১২৮ বলে ৪টি ছক্কা ও ১২টি চারের সাহায্যে ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে এটিই তাঁর সেরা ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us