You have reached your daily news limit

Please log in to continue


নিলামে স্টিভ জবসের জুতা, দাম শুনলে চমকে যাবেন!

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে চেনেন না এমন মানুষ কমই আছেন। যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন। স্টিভ জবসকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সঙ্গে “অ্যাপল কম্পিউটার” প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে মারা যান স্টিভ।

অ্যাপল, আইফোনের কথা আসলেই স্টিভ জবসের নাম সামনে আসে। তবে এবার অন্য কারণে স্টিভের কথা স্মরণ করছে বিশ্ব। সম্প্রতি স্টিভ জবসের ব্যবহৃত একটি জুতা নিলামে উঠেছে। নিলাম কোম্পানি জুলিয়ান অকশন ৫০ বছরের পুরোনো স্টিভ জবস এক জোড়া বাদামী চামড়ার বার্কেনস্টক অ্যারিজনা স্যান্ডেল নিলামে তুলেছে।

এই স্যান্ডেল বিক্রি হয়েছে লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে। বিপুল দামে নিলামে এক জোড়া চটি বিক্রি হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। দাম হবেই বা না কেন! এটি যে পরেছেন অ্যাপলের কর্ণধার।

নিলাম সংস্থা জানিয়েছে, জবস ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে এই চটি পরতেন। বার্কেনস্টক স্যান্ডেলের এই চটি আগে স্টিভ জবসের ম্যানেজার মার্ক শেফের মালিকানাধীন ছিল। নিলাম সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, স্টিভ জবস অ্যাপলের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে এই স্যান্ডেলটি পরেছেন। দীর্ঘদিন ব্যবহারে জুতার উপর জবসের পায়ের ছাপও পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন