অস্ট্রেলিয়ায় খাবার সরবরাহ ব্যবসা বন্ধ করল ডেলিভারু

বণিক বার্তা প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৩:০১

অস্ট্রেলিয়ায় খাবার সরবরাহ পরিষেবা বন্ধ করেছে ডেলিভারু। গতকাল যুক্তরাজ্যভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান দেশটিতে সাত বছর ধরে চলা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। কঠোর প্রতিযোগিতার বিষয়টি উল্লেখ করে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।


তিনমাস আগেই নেদারল্যান্ডস থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল ডেলিভারু। গত বছর সংস্থাটি স্পেনের ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ায় ডেলিভারুর ১৪ হাজার খাবার সরবরাহকারী কর্মী রয়েছে।


কভিডজনিত বিধিনিষেধের মধ্যে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মতো ডেলিভারুও ব্যাপক চাহিদা উপভোগ করেছিল। তবে বিধিনিষেধ শিথিলের পর সেই চাহিদা এখন নিম্নমুখী হয়েছে। ভোক্তারা অনলাইনের পরিবর্তে সরাসরি দোকানে গিয়ে খাবার খেতে বেশি আগ্রহী হচ্ছে। আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তারাও অতিপ্রয়োজনীয় নয় এমন ব্যয়ে লাগাম টেনেছে। এ কারণে খাবার সরবরাহকারী থেকে শুরু করে ই-কমার্স পর্যন্ত অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us