ফুসফুসের প্রদাহজনিত রোগ সিওপিডি

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১৯:৪২

আজ বিশ্ব সিওপিডি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘জীবনের জন্য ফুসফুস’। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের প্রদাহজনিত রোগ। এতে শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। এটি একটি দীর্ঘমেয়াদি রোগ এবং ক্রমেই অবনতির দিকে যায়। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে শতকরা ১২ দশমিক ৫ শতাংশ এ রোগে আক্রান্ত। নারীর তুলনায় পুরুষের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। বয়স্কদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি।


যেসব কারণে সিওপিডির ঝুঁকি বাড়ে


ধূমপান, কয়লা ও অন্যান্য জৈব জ্বালানি ব্যবহার, বায়ুদূষণ, জন্মের সময় ওজন কম থাকা, বারবার ফুসফুসে সংক্রমণ হওয়া, সিলিকা ও অ্যাসবেস্টসের কারখানায় দীর্ঘদিন কাজ করা, অ্যাজমা।


রোগের কথা


সিওপিডি রোগীর কাশি, কফ, শ্বাসকষ্ট, বুকের ভেতর বাঁশির মতো আওয়াজ, ওজন হ্রাসের মতো নানা উপসর্গ দেখা যায়। এ রোগ একেবারে কখনোই সেরে যায় না, বরং দীর্ঘ মেয়াদে রোগী কষ্টে ভুগতে থাকেন। তাই রোগটিকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। শ্বাসনালির প্রসারণকারী ওষুধ, প্রদাহ উপশমকারী ওষুধ, অ্যান্টিবায়োটিকজাতীয় ওষুধ এবং অস্ত্রোপচার ছাড়াও অধুনা স্টেম সেল থেরাপিতে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us