You have reached your daily news limit

Please log in to continue


'শনিবার বিকেল' এর মুক্তি চাইলেন ১২৯ জন সংস্কৃতিকর্মী

প্রায় সাড়ে তিন বছর ধরে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা 'শনিবার বিকেল'। সেন্সর বোর্ডে আটকে যাওয়ার পর থেকেই ছবিটি মুক্তির দাবি উঠছে নানা মাধ্যম থেকে। কিন্তু তাতেও মিলছে না

চলচ্চিত্রটির সেন্সর ছাড়পত্র। এবার ছবিটি মুক্তির দাবি তুলেছেন সংস্কৃৃতিকর্মীরা। গতকাল ১২৯ জন সংস্কৃতিকর্মী এক লিখিত বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা উল্লেখ করেছেন- ''সিনেমা-নাটক-সংগীত, শিল্প-সংস্কৃতির এমন নানা ক্ষেত্রে, নানা সময় হাজির করা হচ্ছে বহুমুখী বাধা, যা আমাদের উদ্বিগ্ন করছে। এ উদ্বেগ আরও বাড়ে যখন দেখি, আমাদের বন্ধু সুহৃদ চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'শনিবার বিকেল' বিনা কারণে সাড়ে তিন বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে থাকে।''

এই যৌথ বিবৃতিতে জানানো হয়, 'তাঁরা জানতে পেরেছেন ১৭ নভেম্বর এই ছবির বিষয়ে আপিল কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। এ বিষয়ে তাঁরা সংশ্নিষ্ট সব কর্তৃপক্ষ এবং সুধীজনের দৃষ্টি আকর্ষণ করছেন এই উদ্বেগ প্রকাশের মাধ্যমে।' সংস্কৃতিকর্মীরা যখন 'শনিবার বিকেল' মুক্তির দাবি তুলেছেন তখন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও একমাত্র কন্যা ইলহামকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে থেকে যখন ফারুকী জানতে পারলেন দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা একতাবদ্ধ হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, আটকে থাকা ছবি মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন, দূর পরবাসে থেকে চোখ ভিজে উঠেছে ফারুকীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'এখন আর লুকাতে চাই না। আমি মানুষটা একাকিত্বকে মৃত্যুর মতো ভয় পাই। গত তিন বছর প্রচণ্ড অভিমান হয়েছিল আমার সহযোদ্ধাদের ওপর, বাংলাদেশের ওপর।' গতকালের ঘটনা নিয়ে ফারুকী লেখেন- 'কালকে [১৪ নভেম্বর] রাতেও ঘুমাতে পারি নাই। তবে কষ্টে না, কৃতজ্ঞতার আনন্দে। আমি ঘুমাবার চেষ্টা করেছি কিন্তু আমার চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। আমি কাত হয়ে শুয়ে, যাতে তিশা টের না পায়। ও আমার মেয়েকে ছড়া শোনাচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন