শুধু কি ভালোবাসা থাকলেই হয়, মতের মিলও থাকতে হয়। এর ফলে যা হয় তা কারো চাওয়া নয়। শুধু সম্পর্ক ভাঙার ক্ষেত্রে ভালোবাসার অভাব দায়ী নয়। থাকতে পারে আরো কারণ। যেমন : মতের অমিল এবং বিশ্বাসের অভাব। এগুলোর অভাবে সম্পর্কের যা হতে পারে―
ধীরে ধীরে দূরত্ব বাড়া
সম্পর্কের পরিবর্তন একবারেই হয় না। ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে অবিশ্বাস এবং অমিলের কারণে। তাই চেষ্টা থাকতে হবে সম্পর্কে দূরত্ব কমাতে। না হয় বের হয়ে আসাই ভালো। আপনার মনে ভালোবাসা থাকলেও।
ভরসা
দুজন দুজনের ভরসার মানুষ হবেন―এটাই স্বাভিবক। কিন্তু বিশ্বাস হারালে সেটা আর থাকে না। তাই ভালোবাসা থাকলে ভরসাও থাকতে হবে। সেটা না হলে সম্পর্ক এগিয়ে নেওয়া কষ্টকর হয়ে পড়বে।
একে অপরের ওপর জোর খাটানো
অনেক ভালোবাসেন; কিন্তু আপনার কথাই মানতে হবে―এমন হলে চলবে না। কেউ কাউকে ছোট করে কথা বলা উচিত নয়। ধৈর্য এবং মেনে নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। তা না হলে যেটা হবে, ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকবে না।
প্রত্যাশা
শুধু একজন দিয়ে যাবেন আরেকজন নিয়ে যাবেন, তা কিন্তু ঠিক নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই চেষ্টা করতে হবে। ভালোবাসা আছে, সেটা দুজনকেই দেখাতে হবে। মনের মধ্যে রেখে দিলে হবে না।