পুতিন-জেলেনস্কি কি এক টেবিলে বসবেন?

প্রথম আলো লিওনিড রাগোজিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৯:২৪

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সেনাবাহিনী সরিয়ে আনার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার একটি সুযোগ তৈরি করেছে।


রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার আগ্রাসন চালানোর পর আট মাসের বেশি সময় পার হয়েছে এবং হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন বেড়েই চলেছে। মিলি বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার প্রায় এক লাখ সেনা হতাহত হয়ে থাকতে পারে এবং ইউক্রেনেরও ‘সম্ভবত’ একই সংখ্যক সেনা হতাহত হয়েছে।


শান্তি আলোচনার গুরুত্বকে বোঝাতে গিয়ে মিলি প্রথম বিশ্বযুদ্ধের প্রাথমিক পর্যায়ে শান্তি আলোচনায় বসতে তৎকালীন পরাশক্তিগুলোর ব্যর্থতাকে ব্যাপক প্রাণহানির জন্য দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের সেই ব্যর্থতার কারণেই লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছিল এবং বিশেষ করে রাশিয়ান সাম্রাজ্যসহ বিভিন্ন দেশে বিপর্যয় নেমে এসেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us