হাসান আজিজুল হক: কাছে থেকে দেখা

আজকের পত্রিকা তাপস মজুমদার প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৬:১৯

প্রতিকূলতার বাতাসে জেগে ওঠা এক অনন্য গল্পকার হাসান আজিজুল হক। যেমন করে তাঁর লেখা গল্প-উপন্যাসে প্রধান হয়ে উঠেছে মানুষ, তেমনি প্রকৃতি-পরিবেশ। জীবনানুভূতির রূপায়ণে হাসানের তুলনা মেলা ভার। বাস্তুচ্যুত ব্যক্তিজীবনের অভিজ্ঞতা আশ্রয় করে অজস্র ডালপালা ছড়িয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বাংলা সাহিত্যে এক মহৎ স্থান অধিকার করে আছেন।


হাসান আজিজুল হকের সাহিত্য সৃষ্টি নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। ব্যক্তিজীবনে তাঁর সঙ্গে অনেকটি বছর কাছাকাছি কাটানোর সুযোগ হয়েছে। সেখান থেকেই একটি ঘটনার কথা আজ উল্লেখ করব, যেখান থেকে ব্যক্তি হাসানকে চেনা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলন মঞ্চের ‘শিক্ষা, রাষ্ট্র ও ধর্মনিরপেক্ষতা’ বিষয়ে ২০০৬ সালে একটি সেমিনারে হাসান আজিজুল হক এ রকম বলেছিলেন—ধর্মব্যবস্থার ওপর ভিত্তি করে কোনো দেশে শিক্ষা বা আইনব্যবস্থা প্রণয়ন করা উচিত নয়। এর এক কি দুই দিন পর ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে বলল, তিনি ধর্মের বিপক্ষে কথা বলেছেন; তিনি নাস্তিক, মুরতাদ। তাঁর পরিণতি হুমায়ুন আজাদের মতো হবে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us