ফারদিন নূর ছিলেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন। বিতার্কিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর কানাডা যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। ৪ নভেম্বর ভয়াবহ দুঃসংবাদ এল— ফারদিন নিখোঁজ।
পরদিন তাঁর সেমিস্টার পরীক্ষা ছিল। জানা গেল, তিনি পরীক্ষাও দেননি। বাবা কাজী নূর উদ্দীন থানা-পুলিশে যোগাযোগ করলেন। দুই দিন কোনো খোঁজ পেলেন না। ৬ নভেম্বর ফারদিনের লাশ পাওয়া গেল নারায়ণগঞ্জের চনপাড়ায়। ফারদিনরা থাকতেন ডেমরার কোনাপাড়ায়। তিন কিলোমিটার দূরে চনপাড়া মাদকের আখড়া। ।