টানা ৯০৮ দিনের রেকর্ড শেষে মহাকাশ থেকে ফিরল এক্স-৩৭বি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৮:৪৬

সবচেয়ে দীর্ঘ সময় ধরে পৃথিবীর কক্ষপথে ওড়ার নতুন রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরেছে মার্কিন স্পেস ফোর্সের এক্স-৩৭বি স্পেস প্লেন।


ষষ্ঠ মিশনে টানা ৯০৮ দিন ধরে পৃথিবীকে ঘিরে চক্কর দিয়ে শুক্রবার নাসার কেনেডি স্পেস স্টেশনে অবতরণ করেছে বোয়িংয়ের তৈরি পাইলটবিহীন রোবট প্লেনটি।


স্পেস ডটকম জানিয়েছে, এবারের মিশনে নতুন একটি একটি ‘সার্ভিস মডিউল’ বহন করেছে এক্স-৩৭বি।


রেকর্ড গড়ে এক্স-৩৭বি পৃথিবীতে ফেরার পর ‘বোয়িং স্পেস অ্যান্ড লঞ্চ’-এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিম চিলটন এক বিবৃতিতে বলেন, “সার্ভিস মডিউল জুড়ে দেওয়ার ফলে এখন পর্যন্ত কক্ষপথে সবচেয়ে বেশি (ওজন) বহন করেছে এক্স-৩৭বি এবং সরকার ও শিল্প সংশ্লিষ্টদের নতুন এই সক্ষমতার প্রমাণ দিতে পেরে আমরা গর্বিত।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us