আজ রোববার সকাল থেকে ই-টিকেটিংয়ের আওতায় রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাস শহরের বিভিন্ন রুটে চলতে শুরু করেছে।
শুরুর দিনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। তাদের ভাষ্য, এর ফলে যাত্রী ও হেলপারদের মধ্যে কম বাদানুবাদ হয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় মিরপুর-২ নম্বর সেকশনের বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আশরাফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, 'প্রতিদিনই বাসভাড়া নিয়ে হেলপারদের সঙ্গে ঝগড়া হয়। এখন ই-টিকিট চালু হওয়ায় নির্দিষ্ট দূরত্বের জন্য সঠিক ভাড়াটা দিতে পারব।'
অবশ্য কাজীপাড়ার বাসিন্দা কাজল রায়ের ভাষ্য, ই-টিকেটিং ব্যবস্থাপনাটি ভালো হলেও বাসের অবস্থা ভালো নয়। কর্তৃপক্ষের উচিত ঢাকার রাস্তায় চলাচলকারী বাসগুলোর সঠিক রক্ষণাবেক্ষন নিশ্চিত করা।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ আজ থেকে মিরপুর রুটের সব বাসের জন্য ই-টিকেটিং ব্যবস্থা চালুর ঘোষণা দেন।