প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহার করা এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। সেই স্যান্ডেলের দাম ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলার হতে পারে।
এনডিটিভি জানিয়েছে, ওই স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান ওই স্যান্ডেলের নিলামের আয়োজন করেছে।
জানা গেছে, স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠেছে। তবে সেটা কাগজে প্রিন্ট করা ছবি নয়। এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। এই ছবির ডিজিটাল–স্বত্ব বিক্রি হচ্ছে আর কি।
ছবিটির আলোকচিত্রী জ্যঁ পিগোজি। তার লেখা ‘দ্য ২১৩ মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন মাই লাইফ’ নামে একটি বইও নিলামে উঠেছে। বইটিতে যাদের গল্প তুলে ধরা হয়েছে, তাদের অন্যতম স্টিভ জবস।
গত শুক্রবার নিলামটি শুরু হয়েছে। আজ রবিবার নিলাম শেষ হওয়ার কথা রয়েছে। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্যানুসারে, ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস।