চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বেড়েছে ১৬ শতাংশের মতো। ৬৭ হাজার ১২৪ কোটি টাকা আদায় হয়েছে এ সময়। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ৯ হাজার ১০০ কোটি টাকা বেশি। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয় ৫৮ হাজার ২৪ কোটি টাকা।
একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে প্রায় ২৬ হাজার ৮৩৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। গত বছরের একই মাসের তুলনায় যা সাড়ে ৭ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে আদায় হয়েছিল ২৪ হাজার ৯২২ কোটি টাকা।
সাম্প্রতিক সময়ে আমদানি অনুৎসাহিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানি শুল্ক্ক আদায়ে এর প্রভাব পড়েছে। সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে এটি কমেছে ৬ শতাংশ। পরিমাণে কমেছে প্রায় ২০৪ কোটি টাকা। অবশ্য গোটা প্রান্তিকে আমদানি শুল্ক্ক বেড়েছে ১৭ শতাংশ। অর্থবছরের তিন মাসে আয়কর থেকে আহরণ বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ভ্যাট আদায় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ।