মন্দিরের আয় বছরে হাজার কোটি রুপি!

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ১৮:৫০

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরের বার্ষিক আয় হাজার কোটি টাকারও বেশি। ভক্তরা প্রতি বছর এক টনেরও বেশি স্বর্ণ দান করেন মন্দিরটিতে।


মন্দির কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক শ্বেতপত্র থেকে জানা গেছে, তিরুপতি মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি। এ ছাড়া জমাকৃত স্বর্ণের পরিমাণ ১০ টন। সবই সুরক্ষিত রয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়।


আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এভি ধর্মা রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালে মন্দিরের জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি রুপিরও বেশি। কিন্তু গত ৩ বছরে আয় আরও বেড়েছে অন্তত ২ হাজার ৯১৩ কোটি রুপি। ফলে এখন ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি।


এভি ধর্মা রেড্ডি আরও জানান, সেই সময়ে মন্দিরে ৭ টন সোনা ছিল। এখন সেই সোনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ টন। হিন্দুদের কাছে অন্তত জাগ্রত এই মন্দিরে প্রতিদিন দূর-দুরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। ভক্তরাই ভগবানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ দান করেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us