You have reached your daily news limit

Please log in to continue


বাক্সে মিলল ৩০০ কোটি ডলারের চোরাই বিটকয়েন

২০২১ সালে কুখ্যাত ডার্কনেট ওয়েবসাইট থেকে চুরি করা হয়েছিল ৩৩৬ কোটি ডলার সমমূল্যের ডিজিটাল মুদ্রা বিটকয়েন। এক হ্যাকার জেমস ঝংয়ের জর্জিয়ার বাসায় পাওয়া গেল চুরি যাওয়া বিটকয়েনগুলো। একটি পপকর্নের বাক্সের ভেতরে থাকা কম্পিউটারের বিভিন্ন হার্ড ড্রাইভ ও অন্যান্য স্টোরেজ ডিভাইসে ছিল ৫০ হাজার ৬৭৬টি বিটকয়েন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

মার্কিন প্রশাসন বলছে, ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জব্দের ঘটনা এটি। ঘটনাটি এখন প্রকাশ্যে এলেও জব্দের ঘটনাটি ঘটেছিল বছরখানেক আগে। বিটকয়েনের দাম আকাশচুম্বী হওয়ার মধ্যেই এই খবর প্রকাশ্যে এলো। পুলিশ জানিয়েছে, জেমস ঝংয়ের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ডার্কনেটের প্রথম মার্কেটপ্লেস সিল্ক রোড ওয়েবসাইটের পরিশোধ ব্যবস্থায় থাকা বাগ বা ত্রুটির সুযোগ নিয়ে সেখান থেকে এই অর্থ চুরি করতে পেরেছিলেন ঝং। বিশাল পরিমাণ অবৈধ ড্রাগ ও অন্য সামগ্রী বিক্রির জন্য সিল্ক রোড ব্যবহার করে ক্রেতাদের সেবা দিতেন বিভিন্ন মাদক কারবারি ও অবৈধ বিক্রেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন